অনন্ত সুগভীর তমসাবৃত স্বয়ম্ভু সত্তা সনাতন—
মহাজ্যোতি ইচ্ছাশক্তি করে জগৎ নিয়ন্ত্রণ ।
সে ই স্রষ্টা , সে ই সৃষ্টি , তা থেকেই চরাচর ,
সেই শক্তি বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছে দিবাকর ।
সৌর শক্তি বিশ্লিষ্ট হয়ে সৃজিত বসুন্ধরা ,
সূর্য-পৃথ্বির মিলিত ইচ্ছায় সৃষ্টি পরম্পরা ।
বিপরীত ধর্মী দুই সত্তা মিলে জীবনের সঞ্চার ,
বিতর্কহীন স্রষ্টা তাঁরাই , প্রণতি বারংবার ।
ঘনিষ্টতম ভগবান পিতা , জন্মদাত্রী ভগবতী ,
দেবতারা সব লোককথা আর বিশ্বাস সংহতি ।
ঈশ্বর বলে পূজিত মোদের প্রথম পিতা ও মাতা ,
পরের পূজ্য সূর্য-পৃথিবী চির নমস্য বিধাতা ।
পূর্বসুরি , মহামনীষি ,জন্মভূমিকে নতি ,
পরম উপাস্য সবার উপরে ‘তমসার মাঝে জ্যোতি ।
                       ************