কন্যাসমা মঞ্জুশ্রীর আবার লেখা শুরু করার
অনুরোধের প্রেক্ষিতে প্রেরিত এই লিপি । ]
কল্যাণীয়া মঞ্জুশ্রী ,
দূরাভাষের আলাপনে পরিচয়ের গিরি—
লঙ্ঘিয়া পৌঁছে গেলে হৃদয়ের বেলা-তটে ।
বিজয়িনী নারী বটে
তুমি ।
মায়ের কোমল কণ্ঠে পুলকিত আমি ।
দিনান্তের শেষে
ব্যস্ততার ভীড় ঠেলে দাঁড়িয়েছি এসে ।
যদিও মোর লেখনী অচল ,
অবসন্ন মনে তবু নেমে এল আবেগের ঢল ।
উপেক্ষার আচ্ছাদন ঠেলে —
হৃদয়ের অলিন্দ আজি ধরিয়াছি মেলে ।
ক্ষণিকের তরে
পৌঁছে গেলাম অগভীর কাব্য সরোবরে ।
আচমকা ছুটে এল তাগিদের ঝড় ,
কাব্যের স্রোত ধারা এভাবেই নিয়ত নিথর ।
(রচনাকাল—২০০৭)
###########