বিবেক দংশন নেই অন্যায় সাধনে ,
সেবাহীন কর্ম-ধারায় আত্ম নিবেদিয়া ,
খুঁজে বেড়াও তুমি শুধু স্বার্থপরতা ,
পর-দুঃখে সিক্ত নয় হৃদয়ের এতটুকু কণা ,
অর্থ লাভের পঙ্কিলতায় আকণ্ঠ ডুবিয়া—
প্রবঞ্চনা , শঠতা আর দুষ্কর্মের ব্রতে —
সমর্পিয়া নিজেকে ,তুমি উচ্চ কণ্ঠে বলো —
ঈশ্বরের প্রতি তোমার অগাধ বিশ্বাস ।
আস্তিক বলে তোমায় করি না স্বীকার !
‘ধর্ম-যজ্ঞে আত্ম নিয়োগ করো অনুক্ষণ’—
তোমার বন্ধুরা যদি সমস্বরে বলেও ,
আমি তোমায় বলবই সর্বৈব নাস্তিক ।
অন্যায়-দ্রোহিতায় থাকিয়া অটল—
মানব-কল্যাণ পুত কর্মের মাঝে থেকে
সত্যের প্রতি রাখে সতত বিশ্বাস ,
প্রতি পদক্ষেপে থাকে মানবতার প্রত্যক্ষ পরশ ,
মানবিক সত্তাকে যিনি ভাবেন ঈশ্বর ,
আমি বলি তাকেই প্রকৃত আস্তিক ।
*************