প্রসব বেদনা দেখা দিয়েছিল জন্মদাত্রী মায়ের ,
করুণ সানাই উঠিল বাজিয়া সুসন্তান বিদায়ের !
অশুভ লগণে ভূমিষ্ঠ হল বিষাক্ত সন্তান ,
বিকৃত হল জন্ম-ঠিকুজি ,অন্য ধারায় হল বহমান ।
বণিক-শাসক ‘গুড বাই’ করে—
নব সম্রাট প্রতিশ্রুতির স্বর্ণমুকুট পরে—
ঘোষণা ফুকারে— সমাজতান্ত্রিক শোষণ মুক্ত
সাম্রাজ্য ভেঙে রাষ্ট্র-যুক্ত
গড়ে দেবে , নতুন দিগন্ত খুলে ।
অভিষেক হল ,বেমালুম গেল সব ভুলে ।
শোষণ-যন্ত্র নব কলেবরে —
রূপ বদলিয়ে নামিল আসরে ,
অজ্ঞ প্রজা , বিজ্ঞ-লোভী জুটে গেল এক রাশ ,
শাসক হল শিয়াল পন্ডিত , রাম গেল বনবাস !
সুবিধা ভোগীরা পেল রাজত্ব ,
অর্থের পাহাড় নিয়ন্ত্রণের রচনা করেনি তত্ত্ব ।
মার্জার ভার পেল মৎস বন্টন ,
মানুষের ভাঁড়ারে চলে বেপরোয়া লুণ্ঠন ।
দেশের সম্পদ বাঁটোয়ারা করে
ঋজু ও বক্র অন্ধকারের কাণাগলি ধরে ধরে —
সাধারণকে বঞ্চিত করে গড়ে বিত্ত-অট্টালিকা ,
শাসক যখন প্রতারক হয় সেটা বড় বিভীষিকা !
               ******************