নহি ভীত তোমার ভয়ে , নন্দনেও চাই না যেতে ,
আলোয় ভরে দিও এ মন ,প্রার্থনা মোর সহায় পেতে ।
তোমার কাছে চাইছি শুধু— আলোর পথে হাত ধরিও ।
সঠিক পথে চলতে গেলে দু হাত তুমি বাড়িয়ে দিও ।
তোমার পূজা না করিলে রুষ্ট হবে আমার ’পরে ?
‘সব কিছুরই ঊর্ধ্বে তুমি নিখিল বিশ্ব চরাচরে ,
মহান তোমার ইচ্ছা-শক্তি’ করিয়া এই বিশ্বাসে ভর—
জীবন তরীর হাল ধরেছি স্মরণ রেখে নিরন্তর ।
চাই না আমি সন্ন্যাসী-বেশ বৈরাগীও চাই না হতে ,
তীর্থ ভ্রমি’ ধর্ম লাভে নেই রুচি মোর এমন পথে ।
বাবার মাথায় জল ঢেলে আর ঘটা করে পুজো দিয়ে—
চাই না কভু—তুষ্ট হয়ে আমার দিকে হাত বাড়িয়ে—
শরণ দেবে , করবে লালন , নির্বিচারে যাহাই করি !
আলোর পথের সওয়ারি দের বিপদ বাধায় দিও তরি ।
পরের তরে কাজ করিতে ইচ্ছা-শক্তি অটুট রেখে ,
সবার প্রতি ভালোবাসার পুষ্প-পরাগ গায়ে মেখে ,
গণ-মানব ইষ্ট দেবে শ্রদ্ধা যেন থাকে মনে ,
বিবেক গুরুর নির্দেশেতে চলতে পারি অনুক্ষণে ।
এই আবেদন তোমার কাছে—ভুল যদি হয় দর্শনেতে—
সঠিক দিশা নির্দেশিয়ে সহায় থেকো শেষ পথেতে ।

          *******************