চন্দন ক্ষয়ে ক্ষয়ে সুপবিত্র গন্ধ ছড়ায় ,
ধূপকাঠি পুড়ে পুড়ে অনাবিল সুগন্ধ বিলায় ।
সৌরভ ছড়িয়ে ফুল সতত আপনি ঝরে পড়ে ,
ওষধিও ফল দিয়ে স্বেচ্ছায় নিজে যায় মরে ।
বৃক্ষ-গুল্ম-লতা ফল দেয় ফুল দেয় আরো দেয় শ্বাস ,
বাঁচার রসদ দেয় ,নিজেদের বুক থেকে দেয় নির্যাস ।
আলো নেই তবু চাঁদ জোছনা বিলায় ,
ভয় আছে কখন সে নিজেই হারায় ।
শ্রমিক অলিরা রাখে মধু আহরিয়ে ,
রানী ও রাজারা নেয় যদিও তা পুরোটাই পিয়ে ।
নিজে পুড়ে আলো দেয় সূর্য মহান ,
সত্যি মানুষ যাঁরা পর-হিতে সব দিয়ে যান ।
প্রকৃতির দেওয়াই ধর্ম , দিয়ে যায় শুধু বারেবারে ,
দিতে যদি না পারি কিছু , নেব আমি কোন্ অধিকারে !
                    ############