সবার অলক্ষ্যে হয়েছে রচিত
নাতিক্ষুদ্র এক বোলতার গড়া চাক—
আমার পড়ার ঘরের টেবিলের নীচে ।
নির্ঝঞ্জাটে ছিল এতদিন ,
হঠাৎ গোচরে আসে স্বয়ং গিন্নীর ,
জারি হয়ে গেল
পুড়ে ফেলার কড়া নির্দেশ ।
অন্ধকার রাতে —
মশাল জ্বালিয়ে
হানা দেওয়া হলো অতর্কিতে সেই
তিল তিল করে গড়ে তোলা
বোলতার চাকের উপর ।
প্রতিষ্ঠিত অধিকার বোধে বেরিয়ে এল
অগণিত বোলতার
ছোট খাট এক ঝাঁক ।
প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হলো প্রাণ পণ
সুতীক্ষ্ণ হুলে বিদ্ধ হলো
গৃহিনীর ডান হাত ।
কিন্তু হায় !
শেষ রক্ষা হলো না ওদের ।
সবলের আক্রমনে দুর্বল হলো পরাভূত ।
দাউ দাউ করে উঠল জ্বলে
সুসজ্জিত চাকের প্রতিটি কুঠরি ,
পুড়ে ছাই হলো শুককীট-মুককীট সহ
নিরপরাধ বেশ কিছু বাসিন্দা চাকের ,
পলাতক বোলতারা হলো বাস্তুহারা ।
আবার কোথাও গিয়ে
রচিবে দরদমাখা আবার এমন এক চাক ,
সেখানেও হবে বিতাড়িত ।
এভাবেই চলবে শুধু ভাঙা আর গড়ার খেলা ।
###########