পুনর্জন্ম হোক সেই বাংলার
যেখানে তিস্তা , পদ্মা ও গঙ্গার —
টলটলে জল একাকার ।
থাকবে না কোনো কাঁটাতার ,
জনজীবনের হাহাকার ।
নিঃশেষ হবে ব্যভিচার ।
থাকবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ।
রক্ত চক্ষুতে কারো হবে না বিচার ।
নিখিল এ বিশ্বে মৈত্রী গড়ার
আসো সবে করি অঙ্গীকার —
খুলে দিই পৃথিবীতে সংহতির দ্বার ।
আমরা হেথা সবাই চরণদার ,
পেরিয়ে যাব এক সঙ্গে এই পারাবার ।
কল্যাণেতে পরমাণু হোক ব্যবহার ,
সীমান্তর সীমা ভেঙে হোক চুরমার ।
বিশ্বটা গড়ে উঠুক মহামানবতার ,
এ ভাবনা কি সত্যিই স্বপ্ন বিহার !
উপায় কি নেই কোন সম্ভাবনার ?
মিলেমিশে সব হয়ে যাক একাকার ,
শুধু মানব ধর্মই থাক এ বিশ্ব-মাঝার ।
************