আলোয় ভরে দাও হে চির আলোক-দিশারি !
তমসা দূর করো মনের , আলোক সঞ্চারি !
মনের সুপ্ত কথা-কলি
ফুটাও এসে আঁধার দলি’
বিমুখ তুমি করো না গো আলোর সওয়ারি!
জীবন সুধায় দাও ভরি’ দাও প্রাণের পিয়ালাটা ,
তৃপ্ত করো শান্তি-ধারায় মিটাও পিয়াসাটা ,
ধন্য করো জীবন-বেলায় ,
পৌঁছে দাও গো মিলন-মেলায় ,
ব্যর্থ জীবন দাও গো খুলে সরিয়ে ধোঁয়াসাটা ।
রাতের আঁধার দূর করে দাও মানস-বিতান থেকে ,
সবার চোখে দাও গো আলো , সবাই যেন দেখে ।
সঠিক-বেঠিক বিচার করার ,
শক্তি দাও হে ভুল শুধাবার ,
সোজা পথের দাও নিশানা যেথায় গেছে বেঁকে ।
কুহেলিকা দাও মুছে , দাও উজল আলোর ঝলক ,
অমিয় ধারা ঝরাও প্রাণে বিশ্ব-প্রতিপালক !
অবিশ্বাসের অন্ধকারে
পরীক্ষা নাও বারেবারে ,
ফলটা প্রকাশ করো তুমি বিশ্ব-পরিচালক ।
*************