ওগো মন্ত্রী মশাই!
শব্দটা চেনা ,বুঝিনি আগে, তুমিই আসল কসাই!
মানুষের শ্রম করে বিনিয়োগ,
তাদের অর্থে করো মহা সুখ ভোগ,
কাণাগলি পথে ,সিঁধ কেটে গড়ো অর্থের কালো পাহাড় !
আবার তুমিই পাহারাদার!
ভোট ভিক্ষার কথা সেদিনের
ভুলে গিয়ে হলো তোমার ঋণের—
বোঝা বড় ভারি !
কোথা দেবে পাড়ি ?
পালাবার নেই পথ।
সংবিধানের মান রক্ষার ভুলে গেলে কি শপথ?
শিক্ষা-দীক্ষা, কর্ম-কুশল বেকারের এই দেশে—
ছিলে সাধারণ ,নেতা হয়ে গেলে অবশেষে।
চরম আয়েস, ভাতা পেয়ে মোটা টাকা
বোনাস হিসাবে শাসন করছো, দুর্নীতি দিয়ে ঢাকা।
সাজছো তুমি বিড়াল তাপস ,মাখিবে চুণ-কালি কত?
ছাড়িয়া ও-পথ বাঁচো খাঁটি মানুষের মত ।
মহাকাল আছে দাঁড়ায়ে পিছন !
কোথায় রাখিবে চুরি করা ধন ?
কীহবে, শমন নিয়ে সে জীবন সংহারে এলে !
যোগ বিয়োগের হিসাব কষে দেখো তুমি কী যে পেলে !

******************