ছেলেবেলার মৌমাছি ছিল দুরন্ত কাজের লোক ।
নেচে নেচে উড়ে যেত মধু আহরণে ,
দাঁড়াবার সময় ও ইচ্ছা ছিল না মনে ,
এ বেলায় তাদের মনে রাজনীতির বড় ঝোঁক ।

মধু ভরা মৌচাকে যার সর্বস্ব ক্ষমতা ,
কর্মীদের কর্ম-রস সানন্দে শোষিয়া
মধু-চক্রে নজর রাখে জনান্তে বসিয়া ,
মুকুলিত সমশক্তি নস্যাতে তার থাকে না কোনই মমতা ।

অলক্ষ্যে যদি বেড়ে ওঠে কোন শক্তি-সম্ভাবনা ,
বিতাড়িত হয়ে রচনা করে নতুন আরেক মৌচাক ।
কর্মীদের প্রতি থাকে একই নীতি , একই নির্দেশনা ,
দু’ একটা সঙ্গী আর আংশিক কর্মী নিয়ে বাজায় সে জয়-ঢাক ।
নির্দেশিত হয়— ‘তোমরা ওদের সঙ্গে মেশো না’ ,
ব্যস্তময় কর্মীদের জীবনে চলে এ ভাবেই ঘোর দুর্বিপাক ।

                  *******************