সে দিন বিকেল বেলা বসে বাগানবাড়ি
নীল সীমানায় চেয়ে দেখি বলাকার সারি—
এক ঝাঁক পরিযায়ী পাখি ।
পৃথিবীর এক প্রান্তে থাকি’ —
আবহাওয়ার কোন বিদ্যা বলে —
ভূ-বিদ্যারকোন পাঠ শেষ করে দলে দলে —
ওরে , চির বসন্তের পূজারী ,
নতুন বসন্তের দেশে দল বেঁধে দিয়েছিস পাড়ি ?
উত্তর মেরু , দক্ষিণ মেরু সব তো তোদের জানা ,
দেশান্তরে যেতে তোদের নেই কি কোন মানা ?
ছাড়পত্র চায় কি তোদের কাছে ?
ভিসা তোদের আছে ?
কোনো দেশের সীমান্তেতে নেই পাহারা ।
পৃথিবীটা তোদের , তোরা মুক্তধারা ,
মানুষ মোরা বড়ই দুর্ভাগা ,
নিজের বলতে পৃথিবীতে নেই তো কোনো জা’গা !
মায়ের কাছে যেতেও মোদের হরেক রকম বাধা
শ্রেষ্ঠ জীব মানুষ মোরা রাম গরুর নয় গাধা !
তোরা মহান, তোরা ধন্য ,
তোদের খোলা পাঠশালাটা হোক মানুষের জন্য ।

                  *************