নিজের ভাবনা নিজেই ভাবো
ওগো ধর্ম-বণিক ভাই !
সৎ পথ ছাড়া শেষ বিচারে
নিস্তার কারো নাই ।
দল ভারি করে সদল বলে
দ্রোহিতার পথ ধরে —
স্বর্গের সুখ কেড়ে নেবে নাকি
ভাবিয়াছো জোর করে ?
ব্যক্তিগত দর্শন থেকে
ধর্মের অভ্যুদয় ,
আদিম যুগে ছিল না কারো
ধর্মের কোনো পরিচয় ।
প্রকৃতির রোষে ছিল সন্ত্রস্ত
তাই তারা কর-জোড়ে —
যাচিত ভিক্ষা , পাইত রক্ষা ,
যে যার বরাত জোরে ।
ঝটিকা-ঝঞ্জা আর ভূমিকম্পন ,
খরা ও মহা প্লাবন —
প্রকৃতির এই ঘটনার মূলে
কার্য আর কারণ ।
কিয়ামত বলো , জন্মান্তর বলো ,
মহাসমাধি - মহামুক্তি —
নানা পরিভাষা নানা ধ্যান-জ্ঞান
তর্কে হয়তো থাকে যুক্তি ।
ধ্যানের লব্ধ দর্শন - ফল ,
বিবেকের কল্পবাণী ,
দর্শন ভেদে বিভিন্ন পথ ,
তাই নিয়ে হানাহানি !
নিজে ধ্যান করে দর্শন লভি’
দেখো ধর্মটা কোন ছার !
সততা - সত্য - মানবতা ছাড়া
দুর্লঙ্ঘ্য পারাবার !
কৃষ্টি - ‘কালচার’ সমাজের লাগি’
সত্যি বটে মানসিক ঔষধ ।
ওটাকে যাহারা ধর্ম বলে
তারা ধোঁকাবাজ ধেড়ে বদ !
ওদের জন্য রক্ত -ক্ষরণ
আমরা ওদের শাস্তি চাই ,
বাসের যাত্রী - রেলের যাত্রী
আমরা তো ভাই ভাই ।
গন্তব্য মোদের সেই ধর্মতলা
যেখান থেকেই আসি ,
কর্মজীবন - শেষে চলে যাবো মোর
আমরা সবাই পরবাসী ।
*****