গণ্ডগ্রামের নিভৃত এক কোণে —
বনানীর অখ্যাত এক ক্ষুদ্র ভেষজ ,
জল সিঞ্চন কেউ কখনো করেনি কিঞ্চিৎ ,
পাইনি কখনো আমি সুরস মাটির স্বাদ ,
জীবনটা তবুও পুরো হয়নি বরবাদ ।
পরিপুষ্ট বীজ থেকে হয়েছি অঙ্কুরিত ,
ঝড়-ঝঞ্জা প্লাবনেতে সুরক্ষিত তাই বুঝি আজো ।
মহীরুহ পাদপ নই , তবু সাধ্যমত —
ফল দিয়ে ফুল দিয়ে স্বধর্ম পালনে সচেতন ।
পারিপার্শ্বিক পরিবেশ ছলনায় সতত মগণ ।
বিস্বাদ বিরস বটে তবুও ভেষজ ,
বিশেষজ্ঞের দূর দৃষ্টি হয়নি সম্পাত কোনোদিন ।
অবহেলায় অনাদরে বেলা প্রায় শেষ ,
সাধ্যমত পত্র - মূল দিয়াছি বল্কল ,
মানুষের কল্যাণ-কল্পে চিরকাল র’বো অবিচল ।
নির্দোষ মোটেই নই , সে ধৃষ্টতা নেই মোর মনে ,
কাঁটাহীন দেহ তবু কণ্টক ভাবিয়া —
অনেকেই সরে গেছে সন্দিহান মনে ,
সুমধুর উপক্ষার নেই মূলে , কচি পল্লবেতে ,
(তবুও) কল্যাণ সাধন করি কষা আর তিক্ত বিস্বাদেতে ।
হে মোর বিশ্ব ! ক্ষমা করো মোরে ,
রসাল আর মধুময় সুগন্ধি এক বনস্পতি হয়ে —
পরজন্মে লভি যেন সর্বজনীন ভেষজ গুণেতে ,
সরস ও সুমধুর সুধা নিয়ে পরিতৃপ্তি দিতে
ভরে দিতে পারি যেন তোমাদের পূর্ণ অঞ্জলিতে ।
********************