পা টিপে টিপে চুপিসারে এসে
প্রথম বসন্তের খোলা জানালায়
উঁকি মেরে ইশারায় আমায় করিয়া তোলে
ভাবাপ্লুত ।
চিনে উঠতে পারিনি তাকে—
অনুরাগ , না কি ছলনার অভিনয় ,
না কি পিয়াসায় পেয়ালা হাতে
দাঁড়িয়েছিল সে !
উদাস পথিক ছিলাম ,
স্বরূপ তাহার চিনতে পারিনি এতটুকু ।
চিনেছি অনেক পরে ,
বড্ড দরী করে ।
সে ছিল অলীক ,
তমসাচ্ছন্ন ,
নিজেকে ছাড়া আর কিছু দেখতে পেত না সে ,
সাদা আর কালো তার কাছে সব একাকার ।
পরে একদিন —
আচমকা সত্য
দাঁড়ালো একান্তে
আমার আঙিনার দক্ষিণ প্রান্তে ।
দীপ জ্বেলে এসেছিল সে ,
নিজেকে উজার করে দিয়ে
আরো কাছে এলো ,
বাহু ডোরে বেঁধে নিলো হৃদয়ের গ্রন্থি দিয়ে ।
প্রদীপের শিখায় তখন ভুল ভেঙে গেল ।
কালো এক যবনিকা হলো অন্তর্হিত ।
উদ্ভাসিত হলো দীপিকার আলো ,
খুলে গেল পুরোপুরি চোখের আগল ।
******************