ওহে ঝাড়ুদার !
চারিদিক ভরে গেছে বর্জ্যের দূষণে ,
পূতি গন্ধে দুর্বিসহ মানব জীবন ।
সম্মার্জনী হাতে নাও চকিতে শপথে ,
বিলম্বে নিশ্চিহ্ন হবে সাধের এ জগৎ-জীবন !
বারুদের ছাইয়ে ভরা গলি থেকে রাজপথ ,
হাড়-গোড় , করোটিতে ভুবন ভাগাড় ,
অস্ত্রের ঝঙ্কারে ওই শোনো
তূর্য ধ্বনিও
হয়ে গেছে ম্লান ।
ভাইয়ের শোনিতধারা—
দেখে হাসে অট্টহাসি ভাই ।
ঝেটিয়ে বিদায় করো দূষিত জঞ্জাল ।
মুক্ত করো এ পৃথিবীর—
গণদেবতার অসহায় তাজা তাজা প্রান !
ক্ষতিকর মারণ কীট সূতিকাশালে
রক্তবীজের মত মুহুর্মুহু
জন্ম নিচ্ছে আর বাড়ছে পলকে ,
বিষিয়ে তুলছে দেখো দেবতার রক্ত দূষণ ,
সংক্রমণ ঘটিয়ে দেবে মারণ রোগের ।
স্বপ্নের স্বর্গ মোদের
নরকের দ্বার-দেশে
পৌঁছে গেছে প্রায় ।
কালক্ষেপ আর নয় !
তোমাদের হাতিয়ার হাতে তুলে নাও ,
মোদেরও হাত ধরে সঙ্গে নিয়ে চলো ।
সেই মহামিছিলের —
একমাত্র অস্ত্র হোক সম্মার্জনী শুধু ।
ঐক্যবদ্ধ স্লোগানে , মুষ্টিবদ্ধ হাতে
মুখরিত করে তোলো বিশ্বের অঙ্গন ।
************