নব বরষে নব চেতনায় বরণ-ডালি করে সজ্জিত
প্রতীক্ষিত আমরা সবাই প্রার্থনা করি জগতের হিত ।
বিগত দিনের বিশ্ব-ত্রাসের সমাধি রচনা করে
নতুন বর্ষ , সমাগত হও আলোকের পথ ধরে !
কালিমা লিপ্ত কালো পর্বের যবনিকা পাত হোক ,
শান্তির নব বারতা আনিয়া মুছে দাও সন্তাপ শোক ।
জীর্ণ জড়তা , কলঙ্কিত গ্লানি আর যত ব্যভিচার,
শোষণ - পীড়ন , অত্যাচারের সব স্মৃতি পরিহার—
করিয়া আসো , ষোড়শ অব্দ একবিংশতি শতকের
একতা-মন্ত্র ঐক্যতানে উচ্চারিত হোক সকলের—
কণ্ঠ থেকে, ধ্বনিত হোক আর নয় ধরষণ !
কিসের নেশায় কাদের স্বার্থে ধ্বংস - যজ্ঞ অকারণ !
শুভ্রতার আলোয় উঠুক ভরিয়া বিশ্বের অঙ্গন,
দুর্নীতি নয় , পরিচ্ছন্ন উজ্জ্বল প্রশাসন—
উপহার দাও নতুন বর্ষ , শান্তির সামগান—
রণিয়া উঠুক , দিকে দিকে যেন অমৃত ধারা বহমান—
হয় আজি থেকে , ধ্বনিত হোক সংহতির মহামন্ত্র ,
বিকল করিয়া অত্যাচারের অন্যায়ের সব যন্ত্র ।

          ***********************
♥♥সবাইকে ইংরেজি নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ,
অভিনন্দন ও ভালবাসা জানাচ্ছি । সবাই খুব ভাল
থাকুন । নতুন বছর সবার জন্য বয়ে নিয়ে আসুক
                  আনন্দ , সুখ ও সমৃদ্ধি । ♥♥