সকালের আবছা আলোয়
প্রথম করেছি অনুভব ,
অস্পষ্ট ছিলে তাই হওনি প্রতীয়মান ,
দীপ্ত আলোয় যখন হলে দৃশ্যমান—
ধরা ছোঁয়ার বাইরে থেকেই পালিয়ে গেলে
ভাসমান মেঘের সঙ্গে করিয়া সহেলি ,
লুকোচুরি খেলায় বুঝি মেতেছিলে সেথা ।
ঘরের আড়ালে তোমায় ডেকেছি যখন
পিছনে তাকিয়ে দেখি তুমি নেই ।
অশত্থ - বকুল - বট - হিজলের ছায়
তন্নতন্ন করে খুঁজেছি তোমায় ,
পাইনি তোমার সন্ধান ।
হতাশায় ফিরিয়াছি যেই
আমার পিছনে তুমি ছুটে যেতে চেয়েছো বারবার ।
সকাল গড়িয়ে যখন তপন তাপিত হয়ে
মধ্য গগনে স্থাপন করিল নিজেকে ,
তুমি ছিলে মোর মাঝে —
নাকি , আমিই তোমাতে ছিলাম
বুঝিতে পারিনি আজো তা ।
বিকেলের পরন্ত রোদে
ভেবেছি শুধাব তোমায় ,
চেয়ে দেখি তুমি নেই ।
ধীরে ধীরে চলে গেছো
রাতের নিকষ-কালো আঁধারের মাঝে ।
*****************