পথ ভোলা এক ঝর্ণাধারা বন-বনানির অন্তরালে
থেমে গেছে পথ হারিয়ে, স্তব্ধ হল সাত সকালে ।
আচমকা-ই সাগর দিল ডাক ,
চাইছে না সে ,ঝর্ণাধারা নীরব হয়ে থাক ,
ফিরে আসুক উছল ধারা ,
হয়ে উঠুক পাগল পারা ,
এগিয়ে চলুক সাগর পানে আপন ছন্দ - তালে ,
স্বপ্ন দেখা হোক না শুরু নতুন কল্প-জালে !
সীমার মাঝে অসীম লোকে চলতে হবে ছাপিয়ে দু’কূল ,
দু’পাড় জুড়ে ছড়িয়ে আছে রঙ বে-রঙের সুগন্ধি ফুল ,
এই বেলাতে তুলতে হবে ডালি ভরে ,
মনের সুখে সাজিয়ে দিয়ে থরে থরে ,
বইবে নিজের নৃত্য - তালে
নিরবধি সাঁঝ - সকালে ,
ভাসিয়ে দিয়ে সকল বাধা জয় করিবে প্রতিকূল ,
শতেক বাঁধন ছিন্ন করে বইবে বেগে কুলকুল ।
নতুন করে উদ্দীপনা মনের কোনে জাগে ,
এক ঝলকে বুকের মাঝে মিষ্টি দোলা লাগে ।
দোদুল দোলে ভাবিয়ে তোলে মন ,
বন্ধুরতায় হোঁচট খেয়ে মন যে উচাটন ,
পারবে তো সব বাধা টুটে
সেই পথেতে পড়তে লুটে !
কাব্য-দিশা উঠলে ফুটে সাঁঝের বেলার আগে ,
বাহু - ডোরে বেঁধে নেবে সুপ্ত অনুরাগে ।

      ********************