মন যদি হয় স্বচ্ছ সলিলা ,
যদি হয় তা আয়নার মত ফটিক-সমতল ,
প্রশান্ত সাগরের মত যদি হয় তা —
সুগভীর নির্মল ,
নিজের প্রতিবিম্বের যদি
প্রতিফলন ঘটে তার মাঝে ,
নিজেও স্বচ্ছ হওয়ার রাস্তাটা খুঁজে পাবে সে ।
স্বচ্ছ ভারত যদি হয় মানচিত্রের এক খন্ড ভূমি ,
যদি চাই ঝকঝকে পথ-ঘাট আর
শুধু জনপদ-লোকালয়ই ,
ঝাড়ুদার নিয়োগ করে তা
করা যায় অতি সহজেই
অথবা তা করা যায় ভিস্তিদের ডেকে
হবু চন্দ্র রাজার মত দেশটাকে সাফ ।
স্বচ্ছ ভারতের সংজ্ঞা
এ টুকুই সবকিছু নয় ।
যদি হয় স্বচ্ছ সুন্দর প্রশাসন ,
যেখানে র’বেনা কোনো দুর্নীতি ,
থাকবেনা কোনো দুঃশাসন ।
প্রতিটি মনের বাতায়ন পথে
স্বচ্ছ আয়নার বড় ফ্রেম
যদি যায় সাঁটা ,
স্বচ্ছ ভারত হবে তবেই স্বার্থক ।
দুর্নীতির কাদায় লিপ্ত
দুরাচার রাজ-বেনিয়ারা
যদি শোধরায় ,
মনের আরশিতে যদি দেখা যায়
বঞ্চিত মানুষের সকরুণ মুখের ছবি ,
ভারতের স্বচ্ছতা আসিবে সেদিন ,
নতুবা ‘স্বচ্ছ ভারত’ শুধু কথার ফানুস ।