ওরে প্রতিহিংসা , ওরে বিদ্বেষ !
যখন তখন ধারন করছিস নতুন নতুন ছদ্মবেশ !
জন্মসূত্রে পরিচয়টা একটু যদি বলিস ,
দেখছি তোদের যদিও অহর্নিশ !
— এত দেখেও চেনোনি মোদের , সেকি !
রাজনীতি আর ধর্ম মোদের মা , আসলে মেকি !
ওরাই মোদের লালন পালন করছে সযতনে ,
ফূর্তি মোদের তাইতো সদা মনে ।
রাজনীতি মোর মা , রাজধর্ম সে পালন নাহি করে ,
আমায় বলে , প্রতিহিংসা , সেকি তারস্বরে ! —
‘এলাকাটা দখল করে ফিরবি জয়ী হয়ে । ’
রক্ত গঙ্গা বইয়ে দিয়ে ফিরছি মায়ের ভয়ে ।
তোমরা যারা ছত্রধারী , কদর বিশ্ব জোরা !
( অথচ ) ঘৃণার পাত্রী মোরা !
বিদ্বেষ মোর মাসতুতো বোন , ধর্ম - মাসির পোষ্য ,
যারা তাহার ধ্বজাধারী চর্ব্য - পেয় - চোষ্য ,
বিলাস - ব্যাসন , আরাম - আয়েশ সব তাহাদের জন্য ,
আমরা দু’বোন চিরকালই খারাপ বলেই গণ্য ।
ধ্বজাধারীর - ছত্রধারীর বিচার যদি হয় —
সূতিকাগার ভাঙবে সুনিশ্চয় ।
পাল্টে যাবে মোদের দুটো নাম ,
শান্তি - মৈত্রী নামে মোদের চিনবে ধরাধাম ।
*****************