শান্তির  সিলমোহরে  সুসজ্জিত  মোহময়  এক
আফিমের  সুদৃশ্য  প্যাকেট ,
সেবনে  মত্ত  যারা  নেশাগ্রস্ত , দিশেহারা  সব ।
মধ্যযুগীয়  বর্বরতার  আবিল  পাঁকে
আকণ্ঠ  ডুবে  ওরা  ক্লেদাক্ত , বিভৎস ।
অখন্ড  অসভ্য  এক  সাম্রাজ্য  গড়ার
ঘৃণ্য  উদ্দেশ্যে—
আগ্রাসী  বেপরোয়া  ওরা ,
হাতিয়ার  নিয়েছে  তুলে   ত্রাসের  তূনীর  থেকে ।
বিশ্বমানবের  কাছে  ধিক্কৃত  তবু —
শান্তির  লেবেল  সাঁটা
আফিমের  সদাগর - বনিক  সমাজ
ফুটছে  উন্মাদনায় ,
হয়েছে  উদ্ভ্রান্ত
রক্তপায়ী  শ্বাপদের  মতো  হিংস্র -ভয়ঙ্কর !
হিংসার  স্ফুলিঙ্গ  ছিটকে  পড়ে  রক্ত  আঁখির  তারকা  থেকে ।
মানুষের  রচিত  এই  বিশ্বটা  চায়
সুতিক্ষ্ণ  নখর  থাবায়  কবলিত  হোক ।

ওরে  স্বেচ্ছান্ধ !
যবনিকা  টানো ,
চোখ  খুলে  একবার  তাকাও  সুদূরে ,
বেহেস্ত !  অলীক  স্বপ্ন !
তাড়িয়ে  বেড়াচ্ছে  দেখো ,
নরক  টানছে  তোমায়  সজোরে  সম্মুখে ।
নিজেকে  আহুতি  দিতে  ধেয়ে  যাচ্ছো  কেন
প্রজ্জ্বলিত  লেলিহান  অগ্নি -শিখায়  ঝাঁপ  দিতে ?

এখনো  সময়  আছে ,
সাবধান  হও !
ছুঁড়ে  ফেলো  আঁস্তাকুড়ে
আফিমের  ঘৃণ্য  ওই  মাদক  প্যাকেট ,
না হয়  ডুবিয়ে  দাও  গভীর -  অতলে
আরবসাগরের  লবনাক্ত  জলে ।
কুড়িয়ে  নাও  মানবতার  পরশ  পাথর ।
মেকি  শান্তির  মোড়কটাকে  করিয়া  ছিন্ন
সাচ্চা  শান্তি  খুঁজে  নাও ।
পান  করো  শান্তির  অমিয়  সুধা ,
বেহেস্ত  রচনা  করো
সাধের  সুন্দর  মনোরম  এই  বসুধা ।
       *********************