ওরে অন্ধ !
বন্ধ করা মনের জানালাগুলি
খুলে দেখো—
বাইরের ঝলমলে রোদ ,
মলয় বইছে বিশ্বের আঙিনা জুড়ে ।
মেখে নাও গায় ,
পরিস্নাত হয়ে নাও শান্তি ধারায় ।
অলীক স্বপ্ন ভেঙে সত্যের হও দিশারি ।
জোঁয়ার বইয়ে দাও বন্ধ সোঁতায় ,
ভেসে যাক সব পাঁক , সব জঞ্জাল ।
সাগরের অভিমুখে ছুটে যাও ,
সব বাঁক , সব বাধা ছিন্ন করে দাও ,
ভেঙে দাও গতি পথের সব বিভাজিকা ,
মিশে যাও প্রকৃতির অসীম সায়রে ।
তুমি - আমি - আমরা
অনন্ত সত্তার ক্ষুদ্রতম স্নেহাংশু কণিকা ।
কে দেখিয়ে দিল বেহেস্তের সহজ সড়ক ?
সে কি কভু গিয়েছে সে পথে ?
তার বিচার ন্যস্ত আজ তোমার পরে ,
প্রত্যেকের স্বকীয় জ্ঞান , নিজস্ব চেতনা —
তর্জনীর নির্দেশে দেবে সঠিক পথের নিশানা ।
একমাত্র ব্যক্তি সর্বদর্শী হবে —
এ মিথ্যা ধারনাটা বিতাড়িত করো ,
দেশ - কাল - ব্যক্তি ভেদে কত তত্ত্ব মিথ্যে হতে পারে !
অবাস্তব কল্পনা - জাত ভ্রান্ত পথে গিয়ে
কাকে পাবে , কোন্ বাঁকে , কোন্ সীমানায় !
জ্ঞানের বন্ধ দুয়ার খুলিবার দায় ,
আর কারো নয় , শুধু মানুষের ,
এ সত্যটা ভেবে দেখার এসেছ সময় ।
চেতনা বিকাশ হলে খুলে যাবে জ্ঞানের দুয়ার ।
ভুল পথে ছুটে বোঝা বাড়িও না আর ।
পৃথিবীতে জ্বালিও না আর দাবানল ।
*******************