পিয়াসি আমি,তৃষ্ণা আমার চিরদিনের এক সাথি,
জ্বালাতে পারিনি মনোমন্দিরে
জ্ঞানের আলোর বাতি ;
চিনতে পারিনি সত্য-অসত্য ঠকেছি জীবন ভর,
বুঝতে পারিনি এখনো মানুষ--আপন কিংবা পর!
শ্রম দিয়ে যা করেছি সঞ্চয়,লুটে নিলো সব ভণ্ড ,
এ জীবনে যত করেছি রচনা হয়ে গেল সব পণ্ড ;
তৃপ্তির স্বাদ লভিতে পারিনি,অতৃপ্তি আকাশ ছোঁয়া,
পরিস্কার কিছু দেখতে পাইনা,চারিদিকে শুধু ধোঁয়া।
জমাট ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে আসল নকল সব,
ক্ষয়িষ্ণুতার সুতীব্র স্রোতে ভেসে গেছে অনুভব ।
জগতের রূপ চিনতে পারিনি বারবার খেয়ে ধোঁকা ;
শিখতে পারিনি বুদ্ধির পাঠ,রয়ে গেছি আজো বোকা।
অন্ধের মতো মানতে পারিনা শত শত কল্প-দেবতা,
তাদের কাছে পাইনি কখনো সুস্পষ্ট কোনই বারতা;
লোভী দেবতাকে মানত করেছি পাইনি অভীষ্ট ফল---
পুন্যের লোভে ছিটিয়ে মাথায় পবিত্র গঙ্গাজল ।
মহোত্তম এক ইচ্ছাশক্তি আছে কি শূন্যতা মাঝে !
উপেক্ষা তাঁকে করতে পারিনা,তাইতো নাস্তিক না যে;
জিজ্ঞাসা তবু, কে দেবে জবাব? কে আছে সর্বদর্শী?
উত্তর খুঁজে পিয়াসা মেটেনা---এমন মর্মস্পর্শী!
গোলক ধাঁধায় ছুটেছি শুধুই,মেটেনা মনের তেষ্টা,
পরিমাপ করে পেয়েছি শূন্য,তবু করে যাই চেষ্টা;
এ তৃষ্ণা আমার মিটিবে না কভু,তাই চির পিপাসার্ত,
আমার মতো আছে কে কোথা ক্লীষ্ট-ক্ষুধিত-আর্ত?
========