পথটা আমার হারিয়ে গেছে, দিশেহারা হয়ে খুঁজি,
খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে মনের সাথেই জুঝি;
আসলে মনটা হারিয়ে গেছে, তাইতো পাই না পথ,
লাগাতার শুধু লড়াই করে বিফল এ মনোরথ।
পথটা আমাকে না দেখিয়ে পথ,এঁকে দিল সীমারেখা,
সামনে আমি যতই তাকাই, যাচ্ছে না কিছুই দেখা ;
কেউ তো আমায় দেয়না দেখিয়ে,হারিয়ে যাওয়া সে পথ,
পথের সন্ধানে তাইতো আমি নিয়েছি আজ শপথ।
এরপর পথ বললো আমায়----পথের সীমানা নেই,
চলার ইচ্ছা হারিয়ে গেলে পথ তো সে হারাবেই ;
চলার ইচ্ছায় পথের সীমানা দীর্ঘ থেকেই দীর্ঘতর,
পথ এঁকে দেয় পথের সীমানা নাও যদি অবসর।
পথ যদি কভু শেষ না হয়ে, চলতেই থাকে শুধু,
সম্মুখ পানে এগিয়ে গেলে,দেখবে পথ করে ধু-ধু ;
সহযাত্রী থাকে যদি কেউ পথ হয় তবে মধুময়,
তবু একা যদি অনীহা আসে, তবে সে পথিক নয়।
পথিক, তুমি চলতে থাকো,তাকিও না পিছু পানে,
সঙ্গী যদি না থাকে তোমার,চলো গো পথের টানে।
=========