তুমি কি জানতে চাও আমার সকাশে---
কী আমার নিজস্ব আসল পরিচয় ?
পরিচয় দেবার মতো নেই কিছু মোর ,
নেই কোনো ঠিকানা , নেইতো আলয় ।

ধন-জন গাড়ি বাড়ি কিছুইতো নেই ,
নেই কোনো সেবিকা, দাস কিংবা দাসী ;
ঘাটে ঘাটে ছুঁয়ে ফিরি অসীমের পানে ,
অকূল এ'পাথারে আমি একলা ভাসি ।

পরিচয় দেবার মতো নেই কোনো পদ,
নেই আমার এতটুকু কোনোই উপাধি ;
নেই তাতে অভিযোগ , নেইতো নালিশ ,
আমি বেনামী অপরিচিত এক নির্বিবাদী ।

রাজনীতির রঙ্গমঞ্চের নই কুশীলব ,
রঙিন পোশাক নেই কোনোটাই গায় ,
পরিচিতি নেই মোর কোনোই ধর্মের,
ছোটো বড়ো মাঝারি কোনো আঙিনায় ।

সারাদিন পথে পথে হেঁটে হেঁটে চলি ,
খুঁজে ফিরি শুধু আমি মানবতার পথ ;
আমি এক সাধারণ নিঃসঙ্গ পথিক  ,
এ পথেই থাকব বলে করেছি শপথ ।

            +++++++++

আমায় জিজ্ঞাসা করো , আমি কোন্ জাত ?
পিতৃ পরিচয় জিজ্ঞেস করে দিওনা আঘাত !
মানব সন্তান আমি,গোত্র এই বিশ্ব-মানবের ;
এতটুকু পরিচয় দিলে, হয়না কি ঢের ?

আরো কোনো পরিচয় আছে প্রয়োজন ?
তোমরাই তো সবাই আমার বন্ধু ও স্বজন ;
আত্মীয়-ভাই-বোন বিরাট এ'জগত জুড়ে  ,
যেখানে যারা-ই থাকো যত হোক দূরে।

জাত্যাভিমান দিয়ে বলিদান,মানুষের জয়গান
একসাথে গাই,আসো হে সবাই,সেধে যাই কল্যাণ ;
মানুষের গড়া জাতের প্রাচীর
আসো ভেঙে দিই , ছিন্ন করি--- সব জিঞ্জির।
ব্যক্তি-স্বার্থে গড়েছে প্রাচীর,ওরা মহত্ব লাভের আশে ,
ভেদাভেদ করে মহান সেজেছে , ডুবিয়ে সর্বনাশে ।

সময় এসেছে আজ- - - -
খুলে ফেলি আসো, ওদের নিজস্ব স্বার্থের সব তাজ ,
পরিচয় ওদের জানতেই হবে মোদের বাঁচার দায়ে ;
হাতে হাত রেখে শপথ করি তুমি-আমি ভায়ে-ভায়ে ।
দুঃখ পেয়োনা ভাই !
কুনীতির জাল ছিন্ন করে' আসো,শান্তির বার্তা বিলাই ।

              =====সমাপ্ত=====