বন্ধুরা সব হারিয়ে গেল, নিঃসঙ্গ এ বিকেল বেলা,
সাঙ্গ হলো এ জীবনের ভিতর-বাহির সকল খেলা ;
শিশুবেলার খেলার সাথি ধূসরিত স্মৃতির পাতায়,
কিশোরবেলা দেয় যে উঁকি অস্তমিত এ'জানালায়।

হারিয়ে গেল কত সহপাঠী  নিঃসঙ্গ এ জীবন থেকে ,
পরপারে তারা পারি দিয়ে গেল সারি দিয়ে একে একে  ;
যারা আছে বেঁচে,আসেনা ছুটে, কখনো আমার  পাশে,
পড়ন্ত বিকেল কেটে যায় তাই শুধুই দীর্ঘশ্বাসে।

ছিন্নমূল এই জীবনবেলায় রইল কে আর সঙ্গী হয়ে!
চারিধারে আজ দেখছি যাদের,তারা আছে স্বার্থ লয়ে  ;
খাঁটি বন্ধু যাদের ভেবে,এগিয়ে গেছি তাদের পাশে,
দেখছি তারা ঘুরছে কাছে নিজ নিজ স্বার্থ আশে ।

বন্ধুবিহীন জীবনটা মোর দুর্বিষহ একঘেয়ে যে!
চাই না কেউ আর স্বার্থ লয়ে--
                              আসুক আবার বন্ধুসেজে ;
বাকি দিনটা যাবেই কেটে পাশে যদি কেউ না থাকে,
শোনার মতো নেইতো সময় ;
                              মনের কথা বলবো কাকে!

সুখে-দুখে যারা ছিলো নিবিড় পাশে ভালোবেসে--
চলে গেছে তারা সবাই,না ফেরার ওই পরদেশে  ;
এখন আমার কাটছে সময় নিঃসঙ্গতার অবসরে,
বসে বসে সময় কাটে একাকিত্বের বাসর ঘরে ।

                           =========