মুখোশের মাঝে লুকিয়ে যে মুখ চেনা তারে বড় দায়,
মুখোশ দেখে ভেতেরর মুখটাকে বোঝা কভু নাহি যায়;
বন্ধুর বেশে শত্রু কখনো চলে আসে সম্মুখে ,
বড় দাগা দেয় ছলনার জালে,বাধ সাধে কভু সুখে।

সেবকের নামে মুখোশের মাঝে নামাবলী পরে গায়--
মুখোশধারী ত্রাতা সেজে আসে কখনো সে আঙিনায়,
কর-জোড়ে কভু করে অভিনয়,আমরা পড়ি যে ফাঁদে!
দরদ দেখিয়ে ভুলায় মোদের, মায়াজাল বুনে কাঁদে ।

মুখোশ সদাই গিরগিটি সম,বারবার রঙ বদলায়,
বারবার তাই হেরে যাই মোরা তাদের সে ছলনায় ;
মুখোশের আড়ালে, যে মুখটা থাকে বড়ই সে দুর্বোধ‍্য,
ছলনার জালে জড়িয়ে সে ফেলে,নহে তাহা প‍্রতিরোধ‍্য।

মুখোশ যে পরে,হয়না সে কভু সাবলীল অকপট,
দিন-রাত বসে প্রকৃতি-বশে পাকায় সে শুধু জট  ;
জড়ালে সে জটে পড়বে সঙ্কটে, সবে থেকো সাবধান!
কূট-কৌশলে মুখোশ পরিয়া কেড়ে নিতে পারে জান।
                              ==========