নির্বাক অরণ্য তুমি কত ব্যথা সয়ে যাবে আর!
এত অত্যাচার!নিধন যজ্ঞ!তবু তুমি থাকো নির্বিকার!
বেলাগাম অশ্ব নিয়ে ছুটে চলে 'প্রগতি' দুর্বার ,
সহিষ্ণুতা হারিয়েছো পেয়ে তুমি এত অত্যাচার!
তোমায় নিশ্চিহ্ন করে গড়ে তোলে বড় ইমারত,
তাই সব খাপছাড়া হয়ে গেছে বরষা-শরৎ ;
শ্রাবণ বৃষ্টিহীন,দাবদাহ পোড়ায় মানুষ ,
মানুষের তবু আজো হয়নি তো এতটুকু হুঁশ!
আজো তারা বেপরোয়া! নিধন যজ্ঞে মেতে ওঠে,
প্রোমোটারি ব্যবসায় টাকার পিছনে শুধু ছোটে ;
সীমাহীন অত্যাচারে তুমি আজ বড়ই নাকাল ,
এই জীব-জগত 'পরে ধেয়ে এলো বুঝি মহাকাল!
নির্বাক অচল তাই, নেই তার কোনো প্রতিবাদ ,
অত্যাচার চালায় ওরা তাই শুধু যথেচ্ছ অবাধ ;
সাময়িক সুখ পেতে ভবিষ্যৎ খুন করে ওরা!
শিক্ষা হবে না ওদের, চিরকাল রবে আনকোরা।
আমাদের ধ্বংস-যজ্ঞ দেখে যাবো স্বচক্ষে মোদের,
কেন তবু নেয় মেনে চিরদিন মানুষ ওদের !
প্রশাসন ঘুমিয়ে থাকে, সাময়িক সুখ চায় সবে ;
নিজেদের মৃত্যুবাণ নিজেরাই বরণ করে লবে ।
========