মেকিতে মেকিতে আজ সারাদেশ ছয়লাপ ,
এ সময়ের মানুষের দুঃসময়ের অভিশাপ ;
মেকি প্রেম-জালে পড়ে' কত প্রাণ নিঃশেষ!
আসল কদর হারায়, মেকির শাসনে দেশ।

মেকি দেশ-সেবকেরা লুটে-পুটে খেয়ে নেয়,
মেকি গণতন্ত্রে দেশে পাতি নেতা ছাপ্পা দেয় ;
মেকি দেশ-প্রেমে আজ ত্রাহি ত্রাহি সাধারণ!
শাসকের চৌর্য বৃত্তি জেনে গেছে জনগণ ।

লুঠেরার বাড়াবাড়ি শাসকের সহযোগ ,
বস্ত্রহীন রাজা খায় ত্রিযামেই রাজভোগ।
বণিকের মেকি মালে ছেয়ে গেছে সারাদেশ,
লম্পটেরা সাধু সাজে পরে' তারা ছদ্মবেশ।

তিলকে চর্চিত হয়ে ভণ্ড সাজে---ভগবান,
শোষণের যাঁতাকলে শুষে নেয় শয়তান ;
কপালের কালো দাগে সাজে মেকি দরবেশ,
টুপি ও জুব্বার মাঝে ভণ্ডামি সাধে বেশ।

মন্ত্রীর চেয়ারে বসে উৎকোচে বেচে পদ,
ভাঁওতার মন্ত্রণায় , সভা করে' সভাসদ।
মেকি নেতার মেকি কথায় কত হয় নিঃস্ব!
মেকির ভয়েতে ভীত কত দেশ ও বিশ্ব।

সত‍্যিটা হেরে যায় মেকিদের আদালতে,
আসলেরা হয়রান মেকিদের হীন মতে।

                   =========