ভারতবর্ষ জননী আমার,কাঁদছো তুমি কি অঝোরে!
লুণ্ঠন করে তোমার ভাঁড়ার প্রতিদিন কত চোরে!
তোমার প্রিয় সন্তান যারা মুক্তি এনেছে কেড়ে,
আজকেও তাঁরা কাঁদছে ফুঁপিয়ে,
                               গিয়েছে তোমায় ছেড়ে ।

তাঁদের আত্মা পায় না শান্তি আজকের ব‍্যাভিচারে,
লক্ষ লক্ষ বেকার আজও ঘুরছে পথের ধারে  ;
চারিদিকে শুধু আর্ত চিৎকার ধর্ষণ প্রতারণা ,
তাইতো তুমি বড়ই ক্লিষ্ট বড়ই উদ্বিগ্নমনা।

প্রশাসক আজ প্রতারণা আর চৌর্যবৃত্তি করে,
দলতন্ত্রের বোমা পিস্তলে ক্ষমতাকে রাখে ধরে ;
স্বাধীনতা আজ বিস্বাদ লাগে,চারিদিকে দুরাচার!
কোটি কোটি টাকা হজম করেও পেয়ে যায় তারা ছাড় ।

স্বৈরাচারের বীভৎসতায় স্তম্ভিত হতে হয় ,
প্রান্তে প্রান্তে ঘটে অঘটন,যা কভু কাম‍্য নয়  ;
গণতন্ত্রের প্রেতাত্মা আজ ভোটের ময়দানেতে ,
ভীতি প্রদর্শনে মানুষকে তারা বাধা দেয় সেথা যেতে।

রক্তের হোলি খেলছে তারা রাখতে ক্ষমতা ধরে,
এসব দেখে প্রসন্ন চিত্তে থাকবে মা কেমন করে !
জানি মা,তোমার কষ্ট হচ্ছে এতকিছু দেখে দেখে,
সান্ত্বনা তোমার আসে না কিছুই প্রগতির পথ থেকে ।
                            
                         ========