সবুজ অরণ্য মাতৃসমা, বাঁচায় মোদের প্রাণ ,
হই যদি মোরা মাতৃঘাতক নেই কো পরিত্রাণ ;
খাদ্য-পানীয়-প্রাণবায়ু দিয়ে বাঁচায় বসুন্ধরা,
তাদের আমরা হত্যা করে আহ্বান করি খরা।
খরার কবলে কবলিত হয়ে বন্ধ্যা হবে এ বিশ্ব,
ধ্বংসের কাজে ইন্ধন দিলে,তারা বড় অবিমৃশ্য ;
নগরায়নের হোতাই যে তারা ধ্বংস করছে বন,
মানব কুলে জন্ম লভেও তারা মহা বিভীষণ ।
সবুজ ধ্বংসে বাড়ছে দূষণ, দূষিত এ পরিবেশ,
ওরে ও ঘাতক!কোথায় যাবে,কোথায় রবে ভদ্রবেশ?
সবুজ ধ্বংসই আত্মহত্যা--ভেবেছো অর্বাচীন !
তোমাদের কৃত কর্মফলে প্রতিদিন বাড়ছে ঋণ।
সাবধান হও এখনো তোমরা,বাঁচিয়ে রাখো অরণ্য ;
ইতর প্রাণী করে না ক্ষতি, আমরা কি আজ বন্য!
বিবেচনা বোধ রয়েছে মোদের,কেন তবে এত ভুল!
কেন তবে মোরা ক্ষুদ্র স্বার্থে ডেকে আনি প্রতিকূল!
বাঁচাও অরণ্য,করো সংরক্ষণ, করো নব রূপায়ন,
বাঁচতে নিজেরা,বাঁচাও অরণ্য,করো হে সবুজায়ন ;
লাগাও চারা, চলুক এ ধারা, সারাটা বছর ধরে,
রচিবে অরণ্য সবুজায়নের, বৃক্ষ রোপন করে ।
========