ফুটপাতের এক ঝুপড়ি ঘরে জন্মালো এক বুদ্ধ,
সেদিন থেকেই শুরু হলো মা'র যারপর নাই যুদ্ধ ;
ক্ষত-বিক্ষত হতে হয় তাকে জীবনের মহা রণে,
জন্মদান আর প্রতিপালনে প্রত্যাঘাত প্রতি ক্ষণে ।
জীবন-যুদ্ধে নেই বিরতি, দিন-রাত কাটে শ্রমে,
অবহেলা আর অনাদরে বাড়ে ঈশ্বর ক্রমে ক্রমে ;
শৈশব কাটে পথে ঘুরে ঘুরে,কৈশোর আসে যবে--
শ্রমিক হিসেবে নাম লেখা হয় জীবনের পরাভবে।
কেউ বা কাটায় কাগজ কুড়াতে আস্তাকুঁড়ের মাঝে,
বসন্ত কাটে জীবন যুদ্ধে,অবহেলিত নানা কাজে ;
পুঁথি-পুস্তক, কলমের ছোঁয়া পায় না কখনো সে,
ফুটপাতে এই ভগবান-যীশু জন্মায় ভাগ্যদোষে ?
সোনার চামচ মুখে নিয়ে যারা জন্মায় রাজার ঘরে--
জন্মের আগে সেই দুলালেরা কোথায় সুকীর্তি করে?
বিষম সমাজে চিত্র দুখানি আগে ভাগে এঁকে রাখে!
ভেঙেচুড়ে যাক বিষম সমাজ, ডুবে যাক মহা পাঁকে।
নতুন সমাজে মানুষ-দেবতা জন্মাক সমতায়,
বাড়ুক সবাই সমান ভাবে সাম্যের বারতায় ;
অনাহার আর অবহেলা যেন জীবনে না আসে কভু,
ফুটপাতে যেন নাহি জন্মায় ভগবান যারা হবু ।
==========