(এক)

মন , তুমি এক অসাধারণ বিস্ময় !
তুমি সহজ-সরল ছোট্ট একটা শব্দ শুধু নও ,
তোমার অদৃশ‍্য উপস্থিতি এক আকাশ ব‍্যাঞ্জনাময়,
জীবনের নানান ছন্দে তোমার অশরীরী প্রকাশ,
তোমার বিচিত্র ছলা-কলা,তোমার আচরণ
কখনো লোকায়ত, কখনো বা অলৌকিক ।

শৈশবে তুমি থাকো কচি কিশলয়ের মতো কোমল,
তারুণ‍্যে পুষ্পিত হলে, জেগে ওঠে শিহরণ ,
অনাসক্ত বার্ধক‍্যে তুমি অনুধ‍্যায়ী হয়ে--
জগতকে দেখো সাগরের মতো প্রপঞ্চময়  ;
তখন তুমি হয়ে ওঠো ভীষণ মুখর-প্রগলভ,
আবার কখনো মৌণতার মধ‍্যে তুমি  
ডুবে যাও অলক্ষ‍্যে আপন মনে ।

বয়ঃসন্ধিতে তুমি হয়ে ওঠো বড্ড বেলাগাম ,
উদ্দাম গতিতে ছুটে চলো তখন দিশাহীন গন্তব‍্যে ;
মুহূর্তে তুমি ভ্রমণ করতে পারো অসংখ্য আলোকবর্ষ,
আবার কখনো তুমি  মুখ লুকিয়ে থাকো--
আপনার মাঝে বিলীন হয়ে  ;
তখন তোমায় লাগে বড্ড অচেনা,বড্ড অপরিচিত।

কখনো তুমি ভক্তিবাদে অন্ধ , কখনো দার্শনিক,
কখনো তুমি আস্তিক, আবার কখনো বা নাস্তিক,
প্রলোভনে কখনো হয়ে ওঠো বেপরোয়া প্রলুব্ধ,
শোষণে বঞ্চনায় মানুষকে করো বিব্রত, লাঞ্ছিত!

কখনো যুক্তিবাদের পরাকাষ্ঠায় তুমি দৃঢ়-অটল,
কখনো প্রতারণায় অন‍্যকে করো প্রতারিত ,
কখনো তুমি ভীত আবার কখনো তুমি দুর্বার,
কখনো তুমি নিষ্ঠুর,আবার কখনো প্রেমময় ।

যদি কখনো  তুমি জীবন থেকে হারিয়ে যাও--
সময়টাও হারিয়ে যায় অজান্তে চিরতরে ।

                       (দুই)

নিষ্পাপ শিশু-মনে কালিমার থাকেনা তো ছাপ ,
খোলা মনে,খোলা প্রাণে নেই সেথা কোনো অনুতাপ।

অধ‍ীত বিষয়ে যদি মন হয় কভু নিবেশিত--
একনিষ্ঠ সেই মনে হয় না তা কখনো বিস্মৃত ।

মনের মানুষ পেলে মন সেথা করে দেয়া-নেয়া,
দুই পাড়ে দুই মন সংযোগ করে' সে হয় খেয়া ।

মন খারাপ হয় যদি বিষাদের ছোঁয়া সেথা লাগে,
বিরহের ছায়াতলে মনে বড় অনুতাপ জাগে ।

অদ্ভুত মন! কখনো কখনো সে হয় বড়ই খেয়ালি,
কখনো বিষয়ী হয়ে ভুলে যায় সে যে চোরাবালি।

হাজির না থাকে যদি মন কারো দেহ-পিঞ্জরে ,
সময়টা চলে যায় অজান্তে নীরবেই অবসরে ।

বদ্ধ পাগল হয়ে চিরতরে ভুলে গেলে সে,
পুরাতন খাঁচাটাকে ফিরে কভু দেখেনা এসে।

লোভাতুর মনগুলি হয় কভু অতি ভয়ানক ,
উঁচুতে চড়তে গিয়ে হয়ে যায় অবিবেচক ।

সংযমী না হলে মন-----ধর্ষক-চোর-প্রতারক!
বেলাগাম হয়ে গেলে হয় কভু বড় সে ঘাতক ।

উদার মহৎ মন মানবিক-সুনীতির গান গায়,
বন্ধন মুক্ত মন অসীমের পানে ছুটে যায় ।

             ====সমাপ্ত====