হারিয়ে গেল বন্ধুরা সব ছিন্নমূল এ জীবন থেকে,
চলতে চলতে হঠাৎ আমার জীবনটা যে গেছে বেঁকে ;
বাঁকের পরে বাঁক এসেছে, পড়েছি তাই দুর্বিপাকে,
ছিটকে গেছে বন্ধুরা সব,হারিয়ে গেল জীবন-বাঁকে!
বাল্য বন্ধু আসল বন্ধু--খেলার সঙ্গী যারা থাকে ,
স্বার্থে ঘেরা বন্ধু যারা,অসময়ে কি খবর রাখে !
প্রয়োজনে আসে তারা,প্রয়োজনটা ফুরিয়ে গেলে--
ছিন্ন হয়ে যায় সে সুতো,বিনিময়ে দুঃখ মেলে ।
সহপাঠী বন্ধুরাও একজনও নেই আশেপাশে,
এখন যারা আছে সবাই--বসন্ত দূত,ফাগুন মাসে ;
যে সব বন্ধু হারিয়ে গেছে জীবন থেকে চিরতরে--
তাদের ছাড়া এ জীবনে সুখী হই আর কেমন করে!
পড়ন্ত এই বিকেল বেলা একাকিত্বে কাটছে জীবন,
সঙ্গীহারা অবসরে ডুকরে কাঁদে ব্যথিত মন ;
হিতাকাঙ্ক্ষী যারা ছিলো একে একে গেল চলে,
তাইতো আজি জীবন আমার হতাশাতে পড়ছে ঢলে।
কাছের বলে ভাবছি যাদের, তারা শুধু স্বার্থমগ্ন,
দেখে শুনে বিষাদ এ মন, হয়ে যায় শুধুই ভগ্ন ;
আর পাবোনা বাল্যবন্ধু,সুহৃদ কিংবা কোনো সুজন,
নিঃসঙ্গ এ জীবন কাটে হতাশাতে তাই সর্বক্ষণ ।
==========