দিনের আলো নিবে এলে সূর্য বসে পাটে ,
দিগন্ত ব্যাপী নিস্তব্ধতা দেখা দেয় সাঁঝ-মাঠে ;
কলরবের তূর্য-নিনাদ বাজে সবুজ বনে ,
অবসরের হাতছানি দেয় শ্রান্ত দেহ-মনে ;
নেমে আসে শান্তি-সুধা দিনের অবসানে,
মুখরিত হয় ক্ষণিক পরেই চিরন্তনি গানে ।
প্রতি ঘরে ঘরে মন্দিরে বাজে কাঁসর শঙ্খধ্বনি,
গৃহ-প্রাঙ্গণের তুলসীমঞ্চে নেমে আসে সান্ধ্য অবনি ;
মঙ্গলদীপ জ্বালায় বধূরা মঙ্গল কামনায় ,
প্রশান্তির এক মায়াবি আবেশ ভেসে আসে সন্ধ্যায়।
দিনের শ্রান্তি প্রশমিত হয় সন্ধ্যার পরশনে ,
ব্যস্ততার পরে প্রশান্তি আসে অবসর বিনোদনে;
থাক যত আলো-আঁধি (সব) হয়ে যায় একাকার,
গোধূলির পরে ঘনিয়ে আসে অনন্ত এ আঁধার ।
সন্ধ্যাতারা মিটমিট করে আকাশের আঙিনায় ,
অব্যক্ত এক মায়াবি আবেশ ভেসে আসে সন্ধ্যায় ।
গন্ধ ছড়ায় রজনীগন্ধা সন্ধ্যার আগমনে,
বিদায় বারতা জানায় গোধূলি সন্ধ্যামণির সনে ;
আঁধার ঘনায় দিগন্ত জুড়ে বিভাবরী উঁকি দেয় ,
দিবস ও রজনীর মেলবন্ধনে সন্ধ্যা ভূমিকা নেয় ।
=========