ওরে ছদ্মবেশী ভণ্ড কপট! সাবধান তোরা সাবধান!
খুলে গেছে আব্রু ছদ্মবেশের
                (তোদের) ধরা পড়ে গেছে সব ভান ;
                              সাবধান! ওরে সাবধান!
মুখোশ পরে লুকালে নিজেকে,
কপালে সাধুর চন্দন মেখে ,
চলবে কদিন পরিচয় ঢেকে;সাধুবেশী শয়তান!
চাপা দ্রোহিতার জ্বলছে আগুন,
                           সাবধান!ওরে সাবধান!

বেরিয়ে পড়বেই স্বরূপ তোমার,
পালাবার পথ,নাহি পাবে আর,
সাম্রাজ‍্য তোমার হবে ছারখার!
ভেবেছো পালিয়ে তুমি পেয়ে যাবে ত্রাণ!
                  ওরে মুখোশধারী শয়তান!
                     সাবধান!ওরে সাবধান!

গণবিদ‍্রোহের ছিটকে বহ্নি ছড়িয়ে পড়বে দাবানল!
সাধের বাগান পুড়ে হবে শেষ,ক্ষয়ে যাবে পেশীবল!
ছাইয়ের তলার আগুনের তাপে,
গণদেবতার ক্ষোভ-অভিশাপে
পুড়ে ছাই হবে নিজেদের পাপে!
                        আরশ তোমার হবে খানখান।
                             সাবধান!তোরা সাবধান!

কত দুষ্কর্মের জমেছে পাহাড় ;
একতিল তুমি নাহি পাবে ছাড়!
স্বজন প্রীতির এত অভিসার!
              কীভাবে  তুমি আর সাজবে মহান ?
                    বলি-- সাবধান! ওরে সাবধান!

উৎকোচ যারা খাচ্ছো দেদার---
হজম করা হবে জেনো ভার!
ব‍্যর্থ হবে সব ডাক্তার  ;
                      সবার উপরে আছে ভগবান ।
                    ওরে, সাবধান!তোরা সাবধান!

বেকারের জ্বালা সয়েছো যখন,
                           চেয়েছিলে কোনো কাজ;
ঠাণ্ডা ঘরের চেয়ারে বসে ভুলে গেছো সব আজ!
আজ-- গণদেবতার রক্ত পিয়ে,
মাতৃভূমির ভাঁড়ার হাতিয়ে
কালোটাকা দিয়ে পাহাড় বানিয়ে
                         মনুষ‍্যত্বের করো অপমান!
                           সাবধান! ওরে সাবধান!

ধর্মদ্বেষী বিভেদকামী তোমরাও হুঁশিয়ার!
গড়ছো কেন মহাসমুদ্র বিদ্বেষ-হিংসার ?
বিষের সাগরে হাবুডুবু খাবে,
দুস্তর পারাবার, কূল নাহি পাবে,
দ‍্যুলোক ভূলোক সব যে হারাবে  ;
               নরকেও তোদের হবেনা কো থান।
                         সাবধান! তোরা সাবধান!

ধর্ম-আফিম আকন্ঠ গিলে হারিয়ে ফেলেছো হুঁশ!
মানব ধর্মের পাঠ পড়ে দ‍্যাখো--তোমরা যে অমানুষ ;
আসলে তোমরা ধর্মদ্রোহী,নেই কোনো নীতিবোধ  ;
মানব মিছিল তৈরি হচ্ছে,গড়বে যে প্রতিরোধ-----
পাবেনা কো ছাড় তাদের হাতে!
চূর্ণ করবে প্রত‍্যাঘাতে !
আলোক রশ্মি ছড়াবে তাতে---
                         আঁধার রাতের হবে অবসান ।
                               সাবধান! সবে সাবধান!

(চতুর্থ কাব‍্যগ্রন্থ "প্রেমের সমাধি"তে প্রকাশিত)

             ==============