চলার পথে থমকে দাঁড়াই পথের বাঁকে এসে ,
পিছন ফিরে তাকাই যখন পথকে ভালোবেসে---
সুখের স্মৃতি তৃপ্তি জোগায়,আশা জাগায় মনে,
যন্ত্রণাময় স্মৃতির আগুন পোড়ায় প্রতি ক্ষণে।
জীবন স্মৃতির ডাইরি খুলে করতে যাব পাঠ.......
ধূ ধূ করে শুধু ধূলি ধূসরিত সূর্যোদয়ের মাঠ ;
শিউরে ওঠা কত যে স্মৃতি!তাকাই পিছু ফিরে--
ফেলে আসা সব চিত্রিত হয় এ' হৃদয়-মন্দিরে।
সব হারানোর হিসেব-নিকেশে শূন্য থেকেই শুরু....
গোধূলি লগনে ভাবলে সেসব মন করে দুরুদুরু ;
বারবার এমন পৌনঃপনিক ধাক্কায় হয়েও রপ্ত---
ভাবিনা কখনো এ'জীবনটাকে ব্যর্থ বা অভিশপ্ত।
কত যে ভাঙা, কত যে গড়া জীবন-নদীর পাড়ে !
কত ঘাত আর কত অভিঘাতে দীর্ঘ নিশ্বাস ছাড়ে!
উজাড় করে দিয়েছি যাদের তারা করে' অভিসন্ধি....
তারাই আমায় বিব্রত করে,করে আষ্টেপৃষ্ঠে বন্দী !
ব্যথিত জীবন পূর্ণ করতে চেয়েছি যখন যাদের
তারাই আমার অমূল্য সময় চুরি করে নেয় ঢের ;
জীবন-শেষে ফিরে দেখি কত সময় হয়েছে চুরি!
সারা জীবনের হিসাবের খাতা,তা'ও দিয়েছে পুড়ি।
অবাক হয়ে দেখেছি যারাই চাহিদায় উন্মত্ত !
খুঁজেও তারা দেখেনি কখনো সুখ ও শান্তির তত্ত্ব।
নির্যাতন সহেছি অনেক প্রত্যাঘাত করি নাই---
আগামী দিনের চলতি পথে ভুলে যেতে সব চাই ।
====সমাপ্ত====