ছন্দময় এ নিসর্গতে সব কিছুতেই আছে ছন্দ ,
ছন্দপতন হয়না কোথাও,নেই কোথাও কোনো দ্বন্দ্ব;
আকাশ-বাতাস,জলে-স্থলে,ছন্দ আছে বিশ্বময়,
চলার পথে সবার আছে সুললিত ছন্দ-লয় ।
নদীর স্রোতের কলতানে ছন্দ স্পষ্ট শুনতে পাই,
খুঁজে কোথাও পাবে কিছু,যাতে কোনো ছন্দ নাই?
জীবন-বায়ুর ছন্দ আছে নাড়ি ধরলে বোঝা যায়,
শৃঙ্খলিত মিছিল চলে ছন্দে গাঁথা পায়ে পায়ে ।
ঘণ্টা-মিনিট-সেকেন্ড চলে শৃঙ্খলিত ছন্দেতে,
আলো-আঁধার,ভালো-মন্দে ছন্দ আছে দ্বন্দ্বেতে ;
জ্যোতিষ্কদের ছন্দ আছে চলার পথের কক্ষেতে,
ছন্দে ঘোরে পৃথিবীটা নিজস্ব তার অক্ষেতে ।
কাব্য-গাথার ছন্দ আছে গদ্য পদ্য যা-ই হোক ,
প্রবন্ধেরও ছন্দ আছে রচে যাহা বিজ্ঞলোক ;
ছন্দহারা জীবন পথের রুদ্ধ হয়ে যায় চলা,
কৃষ্ণ-শুক্লে বাড়ে কমে একই ছন্দে চাঁদকলা ।
ছন্দবিহীন নেই কিছুই স্বভাবত জগতময়,
স্বভাবিকের অন্তরেতে গ্রন্থি বাঁধা ছন্দ রয় ;
ছন্নছাড়া জীবনেতে থাকেনা তো ছন্দ-গান,
স্রোতধারা রুদ্ধ হলে হারায় নদী কলতান ।
=========