মানুষের বড় দুর্দিন আজ মানুষ বড় বিপন্ন !
প্রতি পদক্ষেপে লঙ্ঘিত হচ্ছে মানবতার গণ্ডি ,
সভ্যতার মুখোশ পরিহিত দাঁড়ায় এসে বন্য ,
জ্ঞানান্ধরা মান্যতা পায় , ব্রাত্য আজ ভূশণ্ডি ।
শাসন যন্ত্র দিয়ে যায় শুধু শোষণের ইন্ধন ,
কর্কট রোগে আক্রান্ত জ্ঞানান্ধর প্রতিটি কোষ ;
মানবতার হাতে পায়ে আজ শৃঙ্খলের বন্ধন ,
যারা কুবের পুরীর স্বর্ণ-রথী,ওরা সবাই নির্দোষ !
রাজনীতি ও ধর্ম ব্যবসায় বিকাচ্ছে শুধু হলাহল ,
ভেজালের ব্যবসায় চলে সংহার তিলে তিলে ;
পারিতোষিক পেলেই সব হয়ে যায় গঙ্গাজল ,
রাষ্ট্রযন্ত্রের চাকা চালিত হয় মাফিয়াদের বিলে ।
নিরপেক্ষ স্তম্ভের গায়ে ধর্ম তেলের মালিশ ,
গণতন্ত্র আজ ভূলুন্ঠিত দলতন্ত্রের পদ লেহনে ,
নেতৃত্ব আর দালালরাজের সর্ব অঙ্গে পালিশ !
শোষণের যাঁতাকলে সাধারণ আতঙ্কিত মনে ।
অমানবিকতার শৃঙ্খলে বন্দী মানুষের অধিকার ,
বিশ্ব জুড়ে ওদের পদচারণ বেপরোয়া-বেলাগাম ,
যান্ত্রিক শিক্ষায় মানুষ হারিয়ে ফেলেছে সদাচার ,
কুশিক্ষায় অন্ধ যারা দেয়না কভু মানবতার দাম।
====সমাপ্ত====