বিজ্ঞান-জ‍্যোতি জ্বলজ্বল করে জ্বলছে মধ‍্যাকাশে,
অন্ধকারের নিকষ কালো আজো তার চারপাশে ;
একবিংশে উন্নীত আমরা কালের স্রোতের সাথে,
(তবু) হাবুডুবু খাই মধ‍্যযুগের ভয়াল আঁধার রাতে।

বিজ্ঞান পুস্তক পাঠ করলেই হয়না তো জ্ঞানী মানুষ,
প্রকৃত শিক্ষায় পিছিয়ে থাকলে ফিরবে কি কভু হুঁশ!
শংসাপত্রে শিক্ষিত আমরা ডুবে আছি কুশিক্ষায়,
বিজ্ঞান নহে ধর্ম-গুরুতে মজে আছি সে দীক্ষায়।

ব‍ণিক-গুরুতে বিশ্বাসী আমরা,পুন‍্যের লোভে মত্ত ,
বিজ্ঞান নহে, যুক্তি নহে, ধর্মাচারণ  ভাবি সত‍্য  ;
বিজ্ঞান যত উন্নত হোক,(আমরা) রপ্ত কুসংস্কারে!
বিজ্ঞানী নহে,ধর্ম-গুরুতেই ! সুমহান ভাবি তারে !

বিজ্ঞানের দানে অচ্ছুত নয়,প্রয়োগ করিনা জ্ঞান,
বিজ্ঞানী নহে,  করে যাই শুধু মন্ত্র-গুরুর ধ‍্যান!
মগজ ধোলাই করে যায় শুধু গুরু আর মৌলভী,
বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে,ওরা যে অর্থ লোভী ।

যতদিন রবে গুরু-পুরোহিত মৌলভীদের দল ,
ততদিন রবে সমাজের বুকে কুসংস্কারের ঢল  ;
বিজ্ঞান আজো ব্রাত‍্য সমাজে ওদের কুমন্ত্রণায়,
বিজ্ঞান যত হোকনা সত‍্য,অন্ধের কী আসে যায়!

                     =============