শিক্ষাবিহীন বিদ্বান যারা, সমাজের বোঝা তারা,
বিদ্যার বোঝা বয়ে চলে ওরা স্বাভাবিক জ্ঞানহারা ;
'ধরাকে ওরা সরাজ্ঞান করে',বোঝে না শিক্ষার মান,
শিক্ষিতদের দেয়না কদর, করে না কো সম্মান।
কর্ম জীবনে ওরাই করে চাকরি চুরির কাজ,
ওদের জন্য পিছিয়ে পড়ে মানবিক এ সমাজ ;
সমাজকে ওরা কলুষিত করে,ধনী হয় ঘুষ খেয়ে,
দলদাস বনে অমানুষ হয়, দলের কদর পেয়ে....।
দ্বিপদ হয়েও অমানুষ যারা, মানুষের অভিশাপ ,
কুশিক্ষা নিয়ে সমাজের বুকে বাড়ায় শুধুই পাপ;
সুশিক্ষা ছাড়া মানুষ কখনো হয় নাতো সংস্কৃত,
সুশিক্ষাবিহীন বিদ্বানেরা থাকে ঘোর সংবৃত।
শিক্ষালয়কে কলুষিত করে, কুশিক্ষায় যারা গড়া,
ওদের জন্য পঙ্কিলতায় ডুবে যায় এই ধরা ;
ডিগ্রীধারী হলেই, সে সদা হয়না মান্য-গণ্য,
সুশিক্ষা যার থাকেনা মোটেই, হয়ে থাকে বড় বন্য।
সুশিক্ষায় মানুষ শিক্ষিত হলে এ সমাজ সমৃদ্ধ,
শিক্ষা-দীক্ষা, জ্ঞান গরিমায় দেশ হয়ে ওঠে ঋদ্ধ ।
==========