দুর্নীতির পাহাড় রচনা করেছে ধড়িবাজ প্রশাসন,
শুভ্র বসন তমসা প্রলিপ্ত----বুঝে গেছে জনগণ ;
মেধাকে করে পদদলিত, কালো পথে বেচে পদ,
দুর্নীতির দায়ে জড়িত মধুপ-রানি আর সভাসদ ।

চৌর্যবৃত্তির সমর্থনে প্রচ্ছন্ন মরিয়া রানি,
কিছু পেতে গেলে দিতে হয় মোটা ওদেরকে কাটমানি ;
মানুষের অধিকার করেছে হরণ,খুন করে গণতন্ত্র,
নীরবে তাকিয়ে দেখছে সবই, তবু নির্বাক প্রজাতন্ত্র।

বিচারের রায় অবদমিত, বেপরোয়া প্রশাসন,
কানকাটা রানি রাতদিন শুধু করছে আস্ফালন ;
প্রমান লোপাট, ধর্ষণ-খুনে রাজনীতি বেপরোয়া !
উলঙ্গ রাজা প্রকাশ‍্য পথে, তবুও যায়না ছোঁয়া !

ন‍্যায়ালয় কভু ন‍্যায়ের প্রতীক-অতন্দ্র হবে কি সে ?
বিচারের বাণী হবে সচেতন,জাগবে কি রুদ্র বেশে?
সঠিক বিচার চাইছে মানুষ ন‍্যায়ালয় সমীপে,
কঠোর সাজা হয় যেন ঠিক এইবার নরাধিপে ;
বিশ্বাসঘাতক প্রশাসন আজ দাঁড়িয়ে কাঠগড়ায়!
আস্থা ফেরাতে পারবে মানুষ বিচার ব‍্যবস্থায় ?

কয়লার কালি মেখে সারা গায়ে
                                     কাটাচ্ছে যারা খোঁয়াড়ে---
বিচারের বাণী সুকঠিন হোক ন‍্যায়ালয়ের সুবিচারে।
সঠিক বিচার পেলেই মানুষ, ফিরবে মনের আস্থা,
সাধারণ তবে খুঁজে পেয়ে যাবে বাঁচার সঠিক রাস্তা।

                          ==========