(শ্রীরামকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে)
ব্রহ্মময়ীর করুণাধারায় হয়েছিলে তুমি সিক্ত,
দিশাহীনদের করেছিলে তুমি মানবিকতায় অভিষিক্ত ;
ছুঁৎমার্গে জর্জরিত যারা, দেখালে তাদের দিশা--
ভক্তি মার্গের পরাকাষ্ঠায় জাগালে জ্ঞানের তৃষা।
অন্ধের তুমি খুলে দিলে চোখ ,মহান পরমহংস !
বিবেকের গুরু হে রামকৃষ্ণ, অহমিকা করে ধ্বংস--
দেখালে তুমি---'আমি' নয় কিছু ,সবকিছুতেই 'সেই' ,
অনিত্য সংসারে মিছেই অহম্,নিজের কিছুই নেই।
কেউ হেয় নয়, বড় নয় কেউ, সবাই মায়ের সন্তান ,
শুধালে তুমি মানুষের মনে----মানবতার জয়গান ;
নরেনকে তুমি বিবেকানন্দ করেছো বিবেক দিয়ে ,
কত মানুষের জেগেছে বিবেক, অমৃত সুধা পিয়ে।
শত অপমান সয়েছো তুমি অন্ধ এই সমাজের !
সহজ পথের পদচারনায় শিখালে ভণ্ডদের--
'অলৌকিকত্ব ধর্ম নহে , কারসাজি ধোয়াশার ;
পথ যা-ই হোক,সবই সঠিক,হলে সে মানবতার।
মন খাঁটি হলে সব পথ ঠিক, হবে তা কল্যাণকর;
মায়ের কাছে সবাই সমান, কেউ নয় তাঁর পর।
সংসার জালে আবদ্ধ হয়ে কুকর্মে আসক্ত হলে---
সব ধর্মমত, যত সব পথ মেশে গিয়ে রসাতলে।
হে যুগশ্রেষ্ঠ, আশিস-ধারায় দেখাও পথের দিশা--
ধর্ম নিয়ে এত মাতামাতি! ঘিরেছে যে অমানিশা !
মলিন সমাজে--মানবতা আজ বিপন্ন ! নেই পথ !
ঘুচে যাক সব হানাহানি আর সংঘাতের অভিমত।
====সমাপ্ত====