শুকনো পাতার মর্মর ধ্বনি তিমিত হয়েছে প্রায়,
সুপ্ত যারা ছিলো কিশলয় পর্ণমোচীর বীথিকায়--
নিদমহলের দরজা খুলে উঁকি দিয়ে দেখে' যবে--
নব বসন্তের জাগরণী গানে কণ্ঠ মিলাচ্ছে সবে ।

পলাশের বনে সাড়া পড়ে গেছে কিংশুক-প্রাঙ্গণে,
শিমুলেরও বুঝি ঘুম ভেঙে গেছে পর্ণমোচীর বনে ;
কৃষ্ণচূড়ায় লেগেছে আগুন  ফাগুনের ইশারায় ,
মান্দার বন লজ্জায় রাঙা বধূ সে ছাঁদনাতলায়।

বকুল বীথিতে মুকুলিত সব ফাগুন-প্রতীক্ষায় ,
আম্রকাননে গুঞ্জন ধ্বনি সারাদিন শোনা যায়  ;
কুহেলি মায়া কেটেছে শীতের,জাগরণী গানে তাই--
প্রমোদ কাননে তরুণ-তরুণী, ঠাঁই নাই,ঠাঁই নাই ।

প্রাণ সঞ্চার হয়েছে বনে কোকিলের কুহু রবে ,
এসে গেছে ওই বসন্ত দ্বারে সরবে সগৌরবে   ;
নতুন চিকুরে সুবেশিত সাজে গো-বৎস,সারমেয়,
মধুপায়ীদের ব‍্যস্ততা সবে জমাতে তাদের পেয় ।

বসন্ত সমাগমে শীতের বিদায়,নিসর্গের চির খেলা,
তারুণ‍্য আসে জীবন প্রবাহে বসন্তের এই বেলা  ;
ঝিল্লির রবে মুখরিত সদা বসন্ত সমাগমে ,
মানব জীবনও মুখরিত করে যৌবন শুভাগমে ।

                      =============