মাথার ঘাম পায়ে ফেলে খাটছে যারা রোজ--
ব্রাত‍্য তারা এই সমাজে কেউ রাখে না খোঁজ,
শ্রমিক-নেতারা কূট-কৌশলে ভর্তি করে পকেট,
যাদের রক্তে প্রাণ সঞ্চার,তাদের মাথাই হেঁট ।

ইমারত ওঠে যাদের চেষ্টায়,তারা থাকে কুঁড়েঘরে ;
শ্রমিকের রক্তে জমায় ধনের পর্বত থরেথরে।
রক্ত ক্ষরণ কত ঘটে যায়,রাখেনা হিসেব নিকেশ,
ঠাণ্ডা ঘরে বসে ওরা ভাবে,আছে তো তাহারা বেশ!

শিক্ষা-স্বাস্থ‍্য-প্রগতির পথে শ্রমিকের অধিকার
নৈব নৈব চ ; একতরফা ওরাই লুটছে দেদার  ;
মালিক জমায় টাকার পাহাড়,শ্রমিক থাকে নিরন্ন!
শ্রমিক দেশের চালিকা শক্তি, তাদের জীবনই পন্ন।

দিতে কুণ্ঠিত ন‍্যায‍্য মজুরি মালিক আর মহাজন,
শ্রমিকের শ্রমের বিনিময়ে তারা লভিছে দেদার ধন ;
যাদের শ্রমে চলছে শকট, ঘুরছে কলের চাকা,
টাকার পাহাড় গড়ছে মালিক, ওদের ঘর যে ফাঁকা।

অভাব ওদের নিত‍্য সঙ্গী,অধিকার আদায়ে ব‍্যর্থ,
অসহায়তার সুযোগ নিয়েই মালিক জমায় অর্থ ;
পুঁজিবাদী এই সমাজ ব‍্যবস্থাটা পাথর জগদ্দল,
মূক ও অন্ধ রাখছে বানিয়ে পুঁজিবাদী যাঁতাকল।

                         =========