বিকেল বেলার পড়ন্ত রোদে শিথিল খাতাটা খুলে--
উল্টে যাচ্ছি প্রতিটি পাতা ; মন শুধু ওঠে দুলে----
প্রথম ছ'খানি ধূসর পাতা লাগে বড় অস্পষ্ট !
সপ্তম পাতার দু'চার পঙক্তি,বাকি সব সুস্পষ্ট।
পাঠশালাটার শৈশবে হতো সবুজের কোলাকুলি ,
সেই দিনগুলি ছবি মনে হয়, কিছুই যাইনি ভুলি ;
দুই অধ্যায়ের দুই শিক্ষক জ্বলজ্বল করে মনে ,
আনন্দমুখর সেই দিনগুলি কেটেছে তাঁদের সনে ।
দিগন্ত ভেদি দুপুরের সুর ঐক্যবদ্ধ পঠনের--
আজো ছুঁয়ে যায় প্রতিটি পরত অনাবিল সে মনের ;
পুকুর পাড়ের খড়ের পাহাড়-কন্দরে লুকোচুরি--
স্মৃতির পাতায় দোল দেয় আজো মনে লাগে সরসুরি।
খোলা প্রাঙ্গণে বাল্য সাথীরা দল বেঁধে ছুটোছুটি ,
নিকোনো উঠোনে খেলার ছলে কতই যে লুটোপুটি!
সাতসকালের আবছায়াতে আগে-ভাগে ফুল তোলা ,
সেসব দিনের স্মৃতি আলেখ্য যায়না তো কভু ভোলা ।
উঠোনের পাশে ঝিঙের মাচায় গোধূলির মৃদু হাসি ,
নতুন জোয়ারে বকুল-হিজল কোথায় যেতো যে ভাসি---
তাকিয়ে তাকিয়ে তন্ময় হয়ে মনটাও যেত ভেসে ,
দোল দেয় সব স্মৃতির পাতায় বারবার মনে এসে ।
ভরা কোটালের বরষার জলে থইথই প্রাঙ্গণ ,
আনন্দে সেথা কেটেছি সাঁতার,উছলে উঠতো মন ;
বাল্য সাথিদের হারিয়ে ফেলেছি মন কাঁদে বেদনায় !
আবেগ মথিত বাল্য স্মৃতি এখন বড়ই কাঁদায় ।
====সমাপ্ত====