শিশু মোদের ভবিষ‍্যতের আশার প্রদীপ জ্বালে,
দৈন‍্যদশার ব‍্যথার আঘাত লাগে তাদের ভালে  ;
আশার প্রদীপ যায় নিভে তার দুঃখের কষাঘাতে,
শ্রম দিতে হয় তাই তো তাদের সকাল থেকে রাতে।

ফোটার কথা যে ফুল বাগে, অকালে যায় ঝরে,
বৈষম্যের ভ্রুকুটিতে (তারা) ছিঁড়ে যায় কত ঝড়ে !
বৈষম‍্যতার রূঢ় আঘাত কি বিচিত্র এই সমাজে!
সোনার চামচ মুখে কারোর,
                                আবার শৈশব শুকায় কাজে!

সস্তা দামে খাটায় শিশু অধিক লাভের লোভে ,
এ প্রজাতন্ত্রে এ কোন দৃশ‍্য! ভেঙে যায় বুক ক্ষোভে!
কারো কারো শিশু গাড়ি চড়ে রোজ পাঠশালাতে যায়,
সকাল-সন্ধ‍্যা কত শৈশব খাটে ন‍্যুন মাহিনায় ।

সংবিধানের পাতায় হয়তো---কিশোর শ্রমিকে মানা ,
বাধ‍্য হয়ে যায় সে কাজে জোটে যদি নাহি দানা ।
লক্ষ কোটির কেউ-বা মালিক, কারো কাটে অনটনে,
যুদ্ধ করেই চলছে তারা দুর্ভাবনার সনে ।

দীন-দুখিদের পোষ‍্য শিশুর যেতে হচ্ছে শ্রমে!
দক্ষ শ্রমিকও কাজ হারাচ্ছে প্রশাসনের ভ্রমে  ;
অসাম‍্য এ বণ্টন নীতি থাকে যে সব দেশে--
শিশুদেরকে খাটতে হবেই শিশু শ্রমিক বেশে ।

সম বণ্টন নীতি থাকলে সবাই শিক্ষা পাবে ,
(নইলে)'সর্বশিক্ষা মিশন' শুধু নামেই রয়ে যাবে ;
ফাটল যদি থাকে বাঁধে সেচ কী করে হবে !
অসাম‍্যের এই প্রজাতন্ত্রে শিশুশ্রমিক র'বে ।

                       ==========