বাংলার সাথে বাংলাভাষি কবিকেও ভালোবাসি,
বাংলার পূর্ণ কাব‍্য-তরীতে আমি যেতে চাই ভাসি' ;
বাংলার কবি বাংলা ভাষাতে লেখেন কাব‍্য-গীতি,
উজাড় করে দিচ্ছি তাদের আবিলতাহীন প্রীতি ।

কবির লেখনী ক্ষুরধার হোক,প্রাঞ্জল হোক ভাষা,
তৃষ্ণায় হোক স্বচ্ছ সলিলা,মিটুক তাতেই পিয়াসা ;
কবির কবিতা হোক দর্পণ,দেখা যাক ছবি তাতে,
সমাজ-চিত্র উঠুক ফুটিয়া পাঠকের আঁখি-পাতে।

কবি হোক ভাবি পথ প্রদর্শক দৃষ্টির সীমানায়,
দৃষ্টিপাতে খালি চোখে যেন পুরো পথ দেখা যায় ;
সুন্দরের পূজারী হয়ে সত‍্যের সাধক হোক কবি,
লেখনীতে তার উঠুক ফুটিয়া সততার প্রতিচ্ছবি।

অন‍্যায়ের বিরুদ্ধে দাঁড়াক রুখে লেখনী অস্ত্র তার,
কাঁপুনি ধরাক শোষক-আরশে লেখনীর হুঙ্কার  ;
শব্দের মালিকা গ্রন্থিত হোক কুসুমের সুরভিতে,
ঝঙ্কার তাতে বেজে ওঠে যেন অমায়িক লেখনীতে।

কবির কবিতায় সুগন্ধ ছড়াক সুরভিত পারিজাত,
আঁধার ঘুচিয়ে বয়ে আনে যেন স্বাগত সুপ্রভাত ;
সাম‍্যের বার্তা ছড়িয়ে পড়ুক কবির কবিতা মাঝে,
অসাম‍্য বিদায়ের ঘণ্টা ধ্বনি কবিতায় যেন বাজে।

                           ==========