বিজ্ঞান এ'বিশ্বে ধ্বংসের আর সৃষ্টির কারিগর ,
সভ্যতার সেই সূর্যোদয় থেকে আজও সৃষ্টিধর ;
প্রস্তর থেকে তাম্রযুগের অবিস্মরণীয় অবদান,
লৌহযুগে হয়েছে আবার নবতর উত্থান ।
শিল্প বিপ্লবে ঘটেছে বিকাশ, বিস্তার পরিধির ;
লৌহ বাসর গড়েছে আবার বানিয়েছে জিঞ্জির ;
শোষক-শোষিতের সংঘাতময় এ যুগের দিনগুলি,
সমরাস্ত্রের পদ সঞ্চারণে সম্প্রীতি গিয়েছে ভুলি'।
যুদ্ধের ঝঙ্কারে কম্পিত হয় আজকের এই বিশ্ব!
বলীয়ান আজো রুদ্র তেজে!পরাজিত হয় নিঃস্ব!
পরমাণু যুগেও বলীদের বলে কম্পিত সেই দুর্বল ,
সভ্যতা আজ চরমে তবু প্রয়োগ অস্ত্র-বল!
হঠাৎ করে প্রবেশ করেছি প্লাস্টিকযুগে আজ ,
আর এক বিপদ আবির্ভূত,দূষিত হচ্ছে সমাজ ;
বর্জ্য দূষণ ঘনীভূত আজ,কত যে অমানবিক!
মাটি-বায়ু-জল দূষণের কত উপাদান সমধিক!
যত্র-তত্র ছড়িয়ে ছিটিয়ে! বর্জ্য দূষণে ত্রস্ত!
কত যে বর্জ্যে ঢেকেছে দুনিয়া!হয়েছে অবিন্যস্ত।
প্রযুক্তিবিদ্যাও ব্যর্থ হবে,অপপ্রয়োগ না হলে বন্ধ ;
অপপ্রয়োগে যাচ্ছে কেটে পৃথিবীর আজ ছন্দ ।
====সমাপ্ত====